আকাশে মেঘতো আছে

বুনো হাসে আর ঘাসে এত মেল মেস
দেখেছি কাল ভোরের কালো রোদ্দুরে
সূর্য তখন মেঘে চড়ে, আড়াল করে আছে মুখ
যেন ঝর ঝর ঝর কাঁদবে সে যেকোন বেলা
ঘ্রাণ উঠেছে বাতাসে, ভেসে চলেছে বারতা
নিশিথিনী, দেহপসারিনী মানব, ঘরে ফের
ও ইট ভাঙ্গানী মা, যেও না ঘরের বাহিরে
আজ উপোশ দিয়ে থাকো, বুকের দুধ খাওয়া
ছেলেটারে চোখ দেখিয়ে রাখো, আজ বৃষ্টি
হলে হোক, বুনো হাসে ঘাসে ঘাসে ঘোরে
আর চাতক, কাতর চোখে চেয়ে বসে থাকে
আকাশে মেঘতো আছে

Comments