নেশা, নেশা বেঁচে থাকা

Image by Free-Photos from Pixabay
জীবন,
বাইশ হতে আঠাশ, গড়ে ক’বছর
আগে পিছে শিশু-কৈশোর শেষে

মাঝ বয়স, প্রৌঢ়-বৃদ্ধকাল
ঐ ছ’বছর, পেশার জন্যে যুদ্ধ
একটা বিফল প্রেম, কয়েকটা
প্রেমের মতো ভালবাসাবাসি
স্বপ্ন, স্বপ্ন শুধু দিনে রাতে স্বপ্ন
দেখা দেখি। কারো কারো কবিতা
বা মাসুদ রানা অথবা সিনেমা
নেশা, নেশা বেঁচে থাকা

Comments