Posts

Showing posts from April, 2018

আকাশে মেঘতো আছে

বুনো হাসে আর ঘাসে এত মেল মেস দেখেছি কাল ভোরের কালো রোদ্দুরে সূর্য তখন মেঘে চড়ে, আড়াল করে আছে মুখ যেন ঝর ঝর ঝর কাঁদবে সে যেকোন বেলা ঘ্রাণ উঠেছে বাতাসে, ভেসে চলেছে বারতা নিশিথিনী, দেহপসারিনী মানব, ঘরে ফের ও ইট ভাঙ্গানী মা, যেও না ঘরের বাহিরে আজ উপোশ দিয়ে থাকো, বুকের দুধ খাওয়া ছেলেটারে চোখ দেখিয়ে রাখো, আজ বৃষ্টি হলে হোক, বুনো হাসে ঘাসে ঘাসে ঘোরে আর চাতক, কাতর চোখে চেয়ে বসে থাকে আকাশে মেঘতো আছে

আমি কী, মরা মাছ নাকি মরা বুনো পাখী

হয়তো মাছের মতো নয়তো বুনো পাখীদের মতো আমি মরে পড়ে আছি কোন যুদ্ধে, সৈনিক বেশে কখন সাঝ নামবে দামামা পেটাবে কেউ কেউ সিঙহা বাজিয়ে ঘোষনা দেবে যুদ্ধ আজকের মত শেষ আমি মরে পড়ে আছি সেই সময়ের অপেক্ষায় কোন ভবিষ্যত এসে বলবে, 'এ দেহ সরাও' সেই দেহ হয়ে পড়ে আছি আজন্ম পুত্র হে মোর, দামামা নিয়ে সজাগ বসে থাকো।