হয়তো মাছের মতো নয়তো বুনো পাখীদের মতো
 আমি মরে পড়ে আছি কোন যুদ্ধে, সৈনিক বেশে
 কখন সাঝ নামবে দামামা পেটাবে কেউ
 কেউ সিঙহা বাজিয়ে ঘোষনা দেবে
 যুদ্ধ আজকের মত শেষ
 আমি মরে পড়ে আছি সেই সময়ের অপেক্ষায়
 কোন ভবিষ্যত এসে বলবে, 'এ দেহ সরাও'
 সেই দেহ হয়ে পড়ে আছি আজন্ম
 পুত্র হে মোর, দামামা নিয়ে
 সজাগ বসে থাকো।
 
 
Comments
Post a Comment