Posts

ফোন

আচ্ছা বলোতো দেখি, মনে আছে কিনা আমার শরীরের কোথায় তুমি ছুঁলে বা বলা ভালো চুমু খেলে আমি ফনা তোলা বিষাক্ত সাপের মতই রসবতী হয়ে ঢলে পড়তাম তোমার কোলে? বলিনা কিছু। ও বলে, জানি সে সব তোমার মনে নেই আজ।

আকাশে মেঘতো আছে

বুনো হাসে আর ঘাসে এত মেল মেস দেখেছি কাল ভোরের কালো রোদ্দুরে সূর্য তখন মেঘে চড়ে, আড়াল করে আছে মুখ যেন ঝর ঝর ঝর কাঁদবে সে যেকোন বেলা ঘ্রাণ উঠেছে বাতাসে, ভেসে চলেছে বারতা নিশিথিনী, দেহপসারিনী মানব, ঘরে ফের ও ইট ভাঙ্গানী মা, যেও না ঘরের বাহিরে আজ উপোশ দিয়ে থাকো, বুকের দুধ খাওয়া ছেলেটারে চোখ দেখিয়ে রাখো, আজ বৃষ্টি হলে হোক, বুনো হাসে ঘাসে ঘাসে ঘোরে আর চাতক, কাতর চোখে চেয়ে বসে থাকে আকাশে মেঘতো আছে

আমি কী, মরা মাছ নাকি মরা বুনো পাখী

হয়তো মাছের মতো নয়তো বুনো পাখীদের মতো আমি মরে পড়ে আছি কোন যুদ্ধে, সৈনিক বেশে কখন সাঝ নামবে দামামা পেটাবে কেউ কেউ সিঙহা বাজিয়ে ঘোষনা দেবে যুদ্ধ আজকের মত শেষ আমি মরে পড়ে আছি সেই সময়ের অপেক্ষায় কোন ভবিষ্যত এসে বলবে, 'এ দেহ সরাও' সেই দেহ হয়ে পড়ে আছি আজন্ম পুত্র হে মোর, দামামা নিয়ে সজাগ বসে থাকো।

Kalinka

Image
Kalinka ও কিলিনকা, কিলিনকা, কিলিনকা আমার বাগানে আছে আরো মিলিনকা, মিলিনকা আমার। আহ পাইন গাছের ঘন সবুজ মাথার ছায়া আমায় ঘুম পাড়িয়ে দেয় অহ লুলি লুলি, অহ লুলি লুলি দোলায় দোলায় আমায় ঘুম এসে যায় Калинка, калинка, калинка моя!  В саду ягода малинка, малинка моя! Ах, под сосною, под зеленою,  Спать положите вы меня!  Ай-люли, люли, ай-люли, люли,  Спать положите вы меня. " Kalinka " (Russian: Калинка ) is a Russian song written in 1860 by the composer and folklorist Ivan Larionov and first performed in Saratov as part of a theatrical entertainment that he had composed. Soon it was added to the repertory of a folk choral group. wiki...

ফুল ফুটুক না ফুটুক ...

Image
… তোর বাড়ীর দেয়ালটা, টেবিলটা টান টান করে বেছান চাদর, তোদের কলতলা, তোর মায়ের গায়ের হালকা রঙ্গের শাড়ীর পাড় সব মনে পড়ে গেল ………   খোকন, কোথা যাস বাবা, তোরা কিছু খেয়ে যা, না খালা বাইরে খাবো বাইরে তখন ঔড়েদের ছাতু কিংবা রাধাবল্লভী সেও ছিল বেশ এমনতর মেকী শীতল ঘরে বসে শরু চালের ভাত, চিতল মাছের পেটি? এই কী চাওয়া, প্রভূ ভুল শুনেছ, আমি চেয়েছি কাঠ ফাটা রোদে তিনটে ফুলকোলুচি, একটু বেশী আলু কষা, প্রাচীর পাশের ফুটপাথে … . ঠিক দুপুরে সে কথা খাটে না, চাট্টি খেতে হয় মধ্যবৃত্ত মানুষ, রোজ মাছের ঝোল বা গোস পড়েনা পাতে গোর্বাচেভ তখনো রাশীয়া ভাঙ্গেনি রাশান সাহিত্যের চেকভ তখন সাড়ে সাত টাকা মুসলমান, গরু গোস খাই, বার টাকা কিলো তাও হপ্তায়ে ক’বার চার কামরার নিজের বাড়ী, ছাদে টিন ছাওয়া একটাই করপোরেশনের টাট্টি কলতলাও একটাই, একটা, রান্নার ঘর, তারি সুমুখে মাদুর পেতে খাওয়া, মেহান এলে খাটের নিচ থেকে টেনে বের কবা রড়ের টি-টেবিল প্লাস্টিকে বোনা, শোয়ার তথা বসার ঘরে। তাতেই আট ভাই বোন, দুটো চাচা চাচী, সুস্থ দাদী আত্মীয় স্বজন, মুখের খাজে হাসি, ছো

Man from Ape

Millions of years ago, Science says Ape, very gentle animals Adopt themselves into a developed creature Human They fought world wars, innovate firearms Nuclear bombs and kills people every days And nights Some tigers, a spokesman says, are planning To adapt themselves, so friends think of the world after next millions years